[গান] ১ কারার ওই লৌহ-কবাট ভেঙে ফেল কর রে লোপাট রক্তজমাট শিকল-পুজোর পাষাণবেদি! ওরে ও তরুণসবিস্তার
২০২৩-০৫-২৬
কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, সর্বহারা, বিষের বাঁশি, দোলন চাঁপা। তার শ্রেষ্ঠ কবিতার সংকলন সঞ্চিতা। তিনি গান লিখেছেন প্রায় ৩৫০০, নজরুল সঙ্গীত বাংলার এক বিরাট সম্পদ।
বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
[গান] ১ কারার ওই লৌহ-কবাট ভেঙে ফেল কর রে লোপাট রক্তজমাট শিকল-পুজোর পাষাণবেদি! ওরে ও তরুণসবিস্তার
© জেগে আছি, ২০২৪