জন্ম জুন, ০৬, ১৯৭৭ খ্রীষ্টাব্দে চট্টগ্রামের পটিয়ায়, উত্তর গোবীন্দার খীল, হাদু চৌধুরী বাড়ীতে। (শৈশব, কৈশোর ও তারুণ্যের সময়যাপন) বেড়ে ওঠা (পূর্ব্ব বালিয়াদী, মীরশ্বরাই/মীরেশ্বরী, চট্টগ্রাম) নানার বাড়ীতে। প্রকাশিত কবিতার গ্রন্থ— ফুলেরা পোষাক পরে না (সাল: ২০১৮, প্রকাশক: মনফকিরা, কলিকেতা)। প্রকাশিতব্য গ্রন্থ— প্রকৃতিপুরুষবাদ (নন্দনতত্ত্ব), ভাষা ও সাহিত্য (গদ্য), কবুয়াতের আলো (কবিতা), মূর্দ্ধন্য (ণ) ও দন্তন্য (ন)-এর ত্রিনীতি তত্ত্ব (গদ্য) ও বিন্দুরূপিণীর নয়ন দর্শন (সংখ্যাতত্ত্ব, ভাষাতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব ও ধর্ম্মতত্ত্ব … বিষয়ক)। পাশাপাশি ‘চারবাক’ ও ‘প্রকৃতিপুরুষ’ নামক সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। … এ যাবৎ জেগে আছিতে তাঁর ১ টি লেখা প্রকাশিত হয়েছে।