নকল নবিস—জেগে আছির সম্পাদকীয় সদস্য; যে সকল লেখার মূল লেখকের সন্ধান জানা যায় না, কিন্তু লেখাটি পাঠকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, অর্থাৎ অজ্ঞাত উৎসের লেখা হুবহু প্রকাশ অথবা অনুলিখন করাই নকল নবিসের কাজ। এ যাবৎ জেগে আছিতে তাঁর ১২ টি লেখা প্রকাশিত হয়েছে।