সৈয়দ নকীব মাহমুদের জন্ম নারিন্দা, ঢাকা। পড়াশোনা করেছেন, হলি-ক্রস স্কুল, সেন্ট যোশেফ হাই স্কুল, নটরডেম কলেজ ও ভারতের এলাহাবাদের মতিলাল নেহেরু রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে (অধুনা MNIT)। বর্তমানে তিনি বাংলাদেশের ঐতিহ্য খেঁজুর রস ও গাছ নিয়ে গবেষণা করছেন। থাকেন ঢাকাতে, গাছ ও ইতিহাস নিয়েই তাঁর আগ্রহ। এ যাবৎ জেগে আছিতে তাঁর ২ টি লেখা প্রকাশিত হয়েছে।