তন্দ্রায় মুদে আসে আঁখি, সহসা শুনে পদধ্বনি
চমকে উঠে থমকে থাকি, সে কি আসিবে এখনি?
বুকের মাঝে সকাল সাঁঝে টিম টিম করে বাজে
পরান কাড়া নয়ন তারা নুয়ে পড়েছে কী লাজে!
কেউ আসে না, ভালোবাসে না, একী আজিব খেলা
চারি পাশে কত লোক আছে শত আমি তবু একেলা।
ঘোর অমানিশা হারায়েছি দিশা গগনে তারার ভাতি
জোনাকি জ্বলে, তাতে কি চলে— চাঁদ হয় না সাথী।
মনে পড়ে যত স্মৃতি প্রীতি কত, একসাথে কাটা দিন
থাকুক সেসব, হোক কলরব, হাসি খুশি অমলিন।
তুমি এসো ফিরে, হৃদয়ের তীরে আমি আসিব তায়
ভালোবাসা হবে, বুকে বেঁচে রবে হৃদয় এটুকু চায়।