রাত গভীর হয়ে আসে
জানালার পাশে ল্যাম্পপোস্টের আলোয়
বৃক্ষের পত্রপুষ্প
নির্জীব অশরীরি মূর্তির মতো
ঘন জমাট বাঁধে।
আকাশে শুক্লপক্ষের চাঁদ
অদ্ভুত এক আলো আধাঁরির রহস্যময় খেলা
অথৈ অলৌকিক এক আলোয় ভাসে বিশ্ব চরাচর
অশরীরি মূর্তির মতো থমকে থাকে
ভাবনার জগৎ।
জীবনের ডালপালাগুলো নিজের কাছে
বনসাইয়ের মতো মনে হয়
হায়! জীবনের ব্যাসার্ধ মাত্র দেড় আঙুল।
অন্ধকারে গাড়ির চাকা ঘষার
প্রতিধ্বনি ভেসে এসে
দূরে কোথাও মিলিয়ে যায়
রয়ে যায় হাওরের মাঝবুকে
একূল ওকূল ভাঙ্গা তীব্র হাহাকার।
জানালার পাশে ল্যাম্পপোস্টের আলোয়
বৃক্ষের পত্রপুষ্প
নির্জীব অশরীরি মূর্তির মতো
ঘন জমাট বাঁধে।
আকাশে শুক্লপক্ষের চাঁদ
অদ্ভুত এক আলো আধাঁরির রহস্যময় খেলা
অথৈ অলৌকিক এক আলোয় ভাসে বিশ্ব চরাচর
অশরীরি মূর্তির মতো থমকে থাকে
ভাবনার জগৎ।
জীবনের ডালপালাগুলো নিজের কাছে
বনসাইয়ের মতো মনে হয়
হায়! জীবনের ব্যাসার্ধ মাত্র দেড় আঙুল।
অন্ধকারে গাড়ির চাকা ঘষার
প্রতিধ্বনি ভেসে এসে
দূরে কোথাও মিলিয়ে যায়
রয়ে যায় হাওরের মাঝবুকে
একূল ওকূল ভাঙ্গা তীব্র হাহাকার।