জলে যে জীবন আছে তারাও কি জ্বলে প্রেমে পড়ে
তাদেরও কি আছে নাকি সামাজিক বাধা, এক হতে
তারাও কি ঘর ছাড়ে, বাধা আসে নানা ধর্ম মতে
তারও কি ভালোবেসে হাত ধরে পলায়ন করে?
পালিয়ে কোথায় যায়, তাদের কে জানায় স্বাগত
ভিন্নতর কৌমভুক্ত আরও যারা আছে দূর দেশে
শরণাগতের সাথে তারাও কি কথা বলে মেশে
সন্দেহ কি থাকে মনে এলাকায় হলে নবাগত?
তারা কি বিশ্বাস করে- ভালোবাসা পাপ না মোটেই
হৃদয়ে যে পদ্ম ফোটে তারও ঘ্রাণ সমান উদার
মুদারা ও তারা মিলে তৃপ্ত করে রসিকের সংগীত ক্ষুধার
তারস্বরে হাঁক দিলে যে গোলাপ ফোটার ফোটেই?
তাদেরও কি আছে নাকি সামাজিক বাধা, এক হতে
তারাও কি ঘর ছাড়ে, বাধা আসে নানা ধর্ম মতে
তারও কি ভালোবেসে হাত ধরে পলায়ন করে?
পালিয়ে কোথায় যায়, তাদের কে জানায় স্বাগত
ভিন্নতর কৌমভুক্ত আরও যারা আছে দূর দেশে
শরণাগতের সাথে তারাও কি কথা বলে মেশে
সন্দেহ কি থাকে মনে এলাকায় হলে নবাগত?
তারা কি বিশ্বাস করে- ভালোবাসা পাপ না মোটেই
হৃদয়ে যে পদ্ম ফোটে তারও ঘ্রাণ সমান উদার
মুদারা ও তারা মিলে তৃপ্ত করে রসিকের সংগীত ক্ষুধার
তারস্বরে হাঁক দিলে যে গোলাপ ফোটার ফোটেই?
আমিও পালাতে চাই, হোক জলে তেমন সমাজ
এক কুপি দুই আলো- বেদের বহরে নামে মনোরম সাঁঝ।


Had a little trouble finding the 979betlogin page, lol. Finally got there though, and everything works fine now. Quick and easy access once you know where to look! Here’s the login link: 979betlogin
Guys, ssgame offered some solid gaming. The experience was smooth. I’d recommend you give it a shot. Solid option.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.