বিশ্বাস ছিল আকাশ সমান
ঠুনকো না।
তবু একজীবনে কেন তুমি
আমার হয়েই রইলে না,
সত্যিটা আজও জানা হলো না।
প্রিয় কাঙ্ক্ষিত সম্পদ হিসেবে
শুধু ভালোবাসাই তো চেয়েছিলাম
দিলেনা উজাড় করে সবটুকু উষ্ণতা ।
তুমি যক্ষ হয়ে বক্ষে আগলে কেন রাখলে না
জানি না।
আমি শুধু জানি
কেউ তো আমার প্রতিদ্বন্দ্বী না,
আর না আমিও কারোর প্রতিদ্বন্দ্বী।
২০২৪-০২-০১
t0mtmv
2uwvn8