» খিদে

আদিম অনার্য আমি, আধুনিক এ পোশাকের নিচে
একই খিদে একই লোভ, একই অনুভবে আছে
আজও সেই পুরাতন কাম কাতরতা।
প্রাচীন সে প্রণোদনা থেকে হয়তোবা,
হরিণের ভাগ নিতে সাধি রমণীকে।
জটরাগ্নি নিভে গেলে দু’জনের-
থেকে যেতে বলি তাকে উদ্ধৃত মাংসখণ্ড রোদে দিতে দিতে।
যাব যাব করেও সে যায় না তখনই;
মন জানে অনুনয় করা হলে যাবে না সে : হোক না রমণী
তাও সে তো মানুষের ছাও, তারও আছে কম করে দুরকম খিদে;
সেও চায় আমার নিক্ষিপ্ত তীর অব্যর্থ হোক প্রতিবারই-
প্রতিটি শায়কই যেন ধনু থেকে ছুটে গিয়ে যথাস্থানে বিঁধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *