সুখের এবং অসুখের দুদিন মাত্র সময়
জীবনও তাই, আলোকোজ্জ্বল, মেঘময়।
সময় যা করে তার তরে নিন্দা যে করে,
তারে বল, সময় কি ছাড়ে মহাপুরুষেরে?
তুমি কি দেখ নি, প্রলয়-ঝড়ের আঘাত
বড় বড় বৃক্ষেরে যে করে ভূমিসাৎ?
মৃতরাই শুধু ভেসে উঠে সমুদ্রের জলে
মণিমুক্তা লুকিয়ে রয় গহীন সাগরতলে।
হয়ত সময় নিয়ে যাবে ভুল পথে
সরতে দিবে না ক্রমাগত ক্ষতি হতে।
আকাশ জুড়ে কত শত কোটি তারা আছে
তবু, গ্রহণ কেবল চাঁদ-সুরুজকেই গ্রাসে।
সবুজ এবং শুকনো গাছে পৃথিবী ভরা,
ঢিল কি ছুড়ে কেউ ফলবান বৃক্ষ ছাড়া?
মন ভাল করো, তোমারও ছিল সুসময়
ভাগ্যের খেলা মন্দরে পেও না ভয়।