পথের ধারে বিশাল মাকাবুরা, সারি সারি কবর;
চেনা-অচেনা কত মানুষ, কেউ তো রাখে না খবর
বছরের পর বছর যায়, একাকী—
ভাবে না মানুষ, আমার কতদিন বাকী!
যারা মনে করে অসার সব আয়োজন দুনিয়ায়,
তাদের ঈমানে ঘাটতি আছে, তারা বড় অসহায়!
হায়! এই পৃথিবী কর্মক্ষেত্র, যে যেমন কর্ম করে
তেমনি আছে সুফল-কুফল, কবরে তাহার তরে।
হে মানুষ শোন! দুনিয়া অসার নয়—
যা চাষ করেছ, তারই ফসল হয়!
ভাল বীজ বুন ভাল জমিতে, ভাল কর চাষাবাস;
ঈমান, মন, সৎকর্ম করলেই কবরে সুখের আশ!