হেরে তো যাইনি আমি
হারিয়েও যাইনি পথে,
অস্তিত্বে রয়ে গেছি স্বকীয়।
পদচ্ছাপ ঠিক রয়েছে ঘরময়
বিলীন হয়নি আজও।
অনুভবের অনুবাদ তোলপাড়
তব স্মৃতিতে ভ্রমণ অগণন
সময়ের আলোড়ন প্রাণবন্ত স্মৃতি
পদচ্ছাপ আর যতো ইতি-উতি,
গৃহস্থালি, গিন্নিপনা ঘরে-দোরে
রয়েছে ঘাটে-ঘাসে-মাটিতে,
উনুনে-পাত্রে,টেবিলে-চেয়ারে
সর্বত্র, গৃহপালিত অস্তিত্ব।
স্বাধীন কল্পনা জয়ের ইচ্ছে…
ঘরকুনো ভাবনা শরিক হয়েছে
অবাধ অবারিত শান্ত সমীরে।
২০২৪-০১-০৬