মোহমত্ত জীবন আহা
মোহের কী যে দশা!
তুমি মত্ত হইলে তাহে
হইবে জীবন সর্বনাশা।
যেমন পতঙ্গ মরিছে
জ্বলন্ত প্রদীপে পুড়িয়া,
তাহার সৌন্দর্য দেখিয়া।
হরিণ মরিছে কানে শুনিয়া
ব্যাধের বংশীধ্বনিতে মজিয়া।
কালো ভ্রমরও যায় মরিয়া
পদ্ম গন্ধে মুগ্ধ হইয়া,
আহুতি দেয় তাহাতে ডুবিয়া।
মৎস্য মরিছে ব্যাকুল হইয়া…
স্বীয় জিহ্বার সেবা করিয়া,
বড়শীসুদ্ধ খাদ্য ফেলে গিলিয়া।
হস্তীও যে মোহের পুত্তলিকা
মরিছে সেও উন্মত্ত হইয়া…
শিকারীর ফাঁদে পড়িয়া।
আহা মোহের কী ভয়ানক ক্ষমতা!
মানব জীবনও এর বাহিরে না
পাঁচটি ইন্দ্রিয়ের পাঁচটি বাসনা
মানবেরে সর্বদাই রয়েছে ঘিরিয়া।
২০২৪-০১-০৬