» বহতা কষ্টনদী

২০২২সাল…
এনেছিল কষ্টের বেনোজল
ভাসায়ে নিয়েছে মোর মা’কে
তারপর দিন-মাস করে করে,
সময় ফুরালো পলে পলে।
বেনামা শূণ্যতা বয়ে বয়ে…
যা আজও অবিকল আছে ।

অনুভূতিরা রয়ে যাক্ এমনই
বেগার্ত জীবনে বুমেরাং হয়ে হয়ে—
আসুক তুমিহীনতার কষ্টেরা ফিরে
উপলব্ধির বুনট জমিন ঘিরে,
যেনো লালন করি এভাবে।
তোমাকে ভুলতে পারি না মা,
এই বুকের গহীনে তুমি সদা
আছো হয়ে এক ‘কষ্টনদী বহতা’।

Leave a Reply