» পরিবর্তন

সরলতাকে ধিক্কার দিও না
প্রকৃতির নির্মলতা, জলের স্বচ্ছতা
সেখানে। কোনো চাতুরি ছিল না।
খুব করে চাইলে, বলতেই পারতে
ছুটে কি আসতে পারতাম না?
নিঃস্ব হয়ে সবটা দিতে পারি।
শুধু নিজের জন্য আমি
কিছুই চাইতে পারি না।
যদি চাইতেই পারতাম,
তবে ঊনপঞ্চাশের ঊনপঞ্চাশবায়ুতে…

আমূল পরিবর্তনে তুমি সাথে থাকতে না?
যদি সতর্কতায় দৃষ্টি রাখতে,
তাহলে সময়ের পরিবর্তনছাপ
কখনো কি নজরে আসত না?
ইদানিং ভাত পুড়ছে, ডাল-ডিম সবজি পুড়ছে…

তবু খেয়ালে আসছে না।
এসব আগে কখনো তো ছিল না
হয়তো এমনই হয় জীবনের পর্যায়সারণী অতিক্রমে…

তবু রেখো হৃদয়ের ওমে, শীতে উত্তাপে
এই অগোছালো মনভোলা আমিটাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *